শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পূর্বাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— ‘‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিন ডিম খাই‘‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ইকো সোশ্যাল ডেভলপমেন্ট (ইএসডিওর) বাস্তবায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর অর্থায়নে শুক্রবার সকাল ১১ টায় ঠাকুরগাঁও রোড ইসলাম নগর উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রোডের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় ইসলাম নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী।
প্রধান অতিথির বক্তব্যে মুহাঃ সাদেক কুরাইশী বলেন, সকল মানুষের মেধাশক্তি বৃদ্ধি করতে ও সুস্থ্য থাকতে প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে হবে। আজকের দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পুষ্টিকর খাবার সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে। তিনি আরও বলেন ডিম শরীরের জন্য ও মেধা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ন একটি খাবার। একটি মানুষের প্রতিদিন অন্তত্য একটি করে ডিম খাওয়া প্রয়োজন। তিনি বলেন ডিম খেলে শরীরের শক্তি বৃদ্ধিপায়, ক্যান্সারের ঝুঁকি কমায় ইত্যাদি সহ অসংখ্য উপকারিতা রয়েছে ডিমের ভেতরে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। দেশের হাল তোমাদের ধরতে হবে। তাই তোমাদের মেধাসম্পন্ন হতে হবে এবং পুষ্টিকর খাবার খেয়ে সুস্থ থাকতে হবে। তোমরা সুস্থ্য থাকলে দেশ সুস্থ থাকবে। এ সময় তিনি সবাইকে প্রতিদিন খাবারের সময় একটি করে ডিম খাওয়ার অভ্যাস গড়ে তোলার কথা বলেন।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা, ঠাকুরগাঁও মোঃ আলতাফ হোসেন, ইসলাম নগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রবিউল ইসলাম, ইএসডিওর এপিসি এইচ আর মনসুর আলী, ইএসডিও কর্মকর্তা সুজন খান, জামিলি কুমার রায়, প্রমুখ।
পরে আলোচনা শেষে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে ডিম খাওয়ানো হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply