বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
ঠাকুরগাঁও থেকে আসিফ জামানঃ— দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঠাকুরগাঁওয়ে যুবলীগের পদ থেকে তুহিন তনুকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরও পড়ুনঃ জলঢাকার আলোচিত সেই প্রধান শিক্ষকের অবশেষে বদলি আদেশ
তুহিন তনু ঠাকুরগাঁও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক (৩) পদে ছিলেন। সে ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিল্পকলা একাডেমির সামনে ডিসিবস্তির বাসিন্দা মৃত আরমান আলীর ছেলে।
আরও পড়ুনঃ আওয়ামী লীগ জনবান্ধব ও উন্নয়নমুখী সরকার: আ.লীগনেতা আমিন
তুহিন তনুর বাড়ি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে হওয়ার পরও সে কিভাবে ৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক (৩) পদ পায় এবং ৮ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য কিভাবে হয় এ নিয়ে দলটির কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন বলেন, তুহিন তনুর বিরুদ্ধে অভিযোগ সে মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত। এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে সে সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধভাবে অর্থ আদায় করে। এতে করে আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিল। এজন্য তাকে যুবলীগের গঠনতন্ত্রের ২২ এর ‘ক’ ধারা অনুযারী দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
আরও পড়ুনঃ গণ বিশ্ববিদ্যালয়ের ১৭তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
ফরহাদ হোসেন আরও বলেন, যুবলীগ একটি স্বচ্ছ সংগঠন। এই সংগঠনের সাথে জড়িত থেকে কেউ যদি অপরাধমূলক কাজের সাথে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। অপরাধীর সাথে যুবলীগের কোন সম্পর্ক নেই।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply