বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
নীলফামারী থেকে হারুন অর রশিদ রিয়াদঃ— নীলফামারী ডোমারে জাতীয় কন্যা শিশু দিবস পালিত। এ উপলক্ষে ডোমার উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উৎযাপন উপলক্ষে র্যালি মিনা কার্টুন প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিবসটির কর্মসুচিগুলো যৌথভাবে আয়োজন করে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বর হতে ব্যানার ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। এসময় মহিলা ভাইস চেয়রম্যান রৌশন কানিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, একাডেমীক সুপারভাইজার সাপিউল আলম, পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এরআগে ওই মিলনায়তনে মিনা কার্টুন প্রদর্শন করা হয়।যা কন্যা শিশুদের মেধা বিকাশে কাজে লাগবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply