বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
আজকের দিগন্ত প্রতিবেদকঃ— ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপারের সাথে ঢাকা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ অক্টোবর) ঢাকা জেলা পুলিশের আয়োজনে ঢাকার মিল ব্যারাকে অবস্থিত পুলিশ লাইন্স কনফারেন্স রুমে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই, দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতি ও প্রধান আলোচক ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম (সেবা) পিপিএম।
ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার তার মূল্যবান বক্তব্যে বলেন, ঢাকা জেলা পুলিশের উদ্যোগে শীঘ্রই মিডিয়া সেল চালু করা হবে। এতে সঠিক তথ্য গণমাধ্যম কর্মীদের সরবরাহ করা সম্ভব হবে এবং সঠিক তথ্য দেশবাসী দ্রুততার সাথে জানতে পারবে। দেশে সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সাংবাদিক এবং পুলিশের সুসম্পর্ক বজায় থাকাটা জরুরী। সাংবাদিক-পুলিশ এক হয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধ কর্মকান্ড নির্মুল করা সম্ভব।
তিনি উপস্থিত সাংবাদিকদের আরোও বলেন, যদি কোন পুলিশ কর্মকর্তার নেতিবাচক কোন বিষয় দেখেন তবে তা উর্ধ্বতন কর্মকর্তার সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে নিশ্চিত হয়ে সংবাদ মাধ্যমে প্রচার করার কথা বলেন। এছাড়াও তিনি ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বোচ্চ উন্নীতকরণে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত সকল সংবাদকর্মীরা নবনিযুক্ত ঢাকার পুলিশ সুপার মারুফ হোসেন সরদারের বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানিয়ে পেশাগত ভাবে সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) দক্ষিণ মাসুম আহাম্মেদ ভূইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তর সাঈদুর রহমান পিপিএম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রিজাউল হক দীপু, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল বাশার পিপিএম (বার)সহ ঢাকা জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply