বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ— জাতীর পিতার সুদূরপ্রসারী এ চিন্তা ভাবনার ধারাবাহিকতায় পল্লীর জনগণের দোরগোড়ায় বিদ্যুৎ সুবিধা পৌঁছানোর লক্ষ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি সমগ্র বাংলাদেশ গ্রামীণ এলাকায় বিদ্যুতায়নের কাজে নিয়োজিত রয়েছে।
আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে “ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১” বিগত ২রা জুন ১৯৮০ খ্রিস্টাব্দে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণের কাজ শুরু হরেছে। ২৫ই জানুয়ারী ২০২০ইং রোজ শনিবার আশুলিয়ার “ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১” এর সদর দপ্তরে ২৭তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মোঃ আজাহার আলী বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত আগামী ২০২১ সালের মধ্যে এদেশের সকল এলাকায় ১০০% বিদ্যুৎ সেবার আওতায় আনার নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমরাও অঙ্গীকারবদ্ধ এবং গত ২০১৮ সালের জুন মাসের মধ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে।
তিনি আরো বলেন, বিদ্যুৎ অবকাঠামো জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ। আর্থ সামাজিক উন্নয়ন ও জনগণের জীবনযাত্রার মান-উন্নয়নে বিদ্যুৎ অপরিহার্য। সভ্যতা ও আধুনিকতার প্রধান নিয়ামক হচ্ছে বিদ্যুৎ। জাতীয় সম্পদের কোন ক্ষতি সাধিত হলে গ্রাহক তথা জনগণই সবসময় দূর্ভোগে পড়েন। বিদ্যুৎ বিতরণের জন্য স্থাপিত স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে পল্লী বিদ্যুৎ সমিতি নিরলসভারে কাজ করে যাচ্ছেন এবং পাশাপাশি বৈদ্যুতিক স্থাপনা সমূহের সার্বিক নিরাপত্তার স্বার্থের জনগণকে সচেতন থাকার জন্য আহবান জানান।
উক্ত বার্ষিক সভায় উপস্থিত ছিলেন, সমিতির কর্মকর্তা মোঃ মোজহার হোসেন ডিজিএম (কারিগরী), মোঃ মনিরুল ইসলাম ডিজিএম (শ্রীপুর জোঃ অঃ), মোঃ সোলায়মান হোসেন ডিজিএম (কালিয়াকৈর জোঃ অঃ), পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম মোঃ মাহফুজুর রহমান খান (এম.এস), এজিএম প্রশাসন মোঃ রাশেদুজ্জামান, আশুলিয়া জোঃ অঃ ডিজিএম মফিদা খাতুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া আরো উপস্থিতি ছিলেন, সমিতির বোর্ডের সভাপতি মোঃ হামিদুল ইসলাম, সহ সভাপতি মোঃ শাহীনুর আলম খান, সচিব মোঃ আব্দুল আলীম, কোশাদক্ষ ফাহমিদা খাতুন, পরিচালক পদে লায়ন মোঃ রেফাতউল্লাহ, রবীন্দ্রনাথ গাঙ্গুলী, মোঃ আমিনুল ইসলাম, মোঃ ফারুক আহমেদ, মোঃ মোয়াজ্জেম, আব্দুর রাজ্জাক, মহিলা পরিচালক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া ও জোয়েনা আক্তারসহ ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অন্যান্য গ্রাহক সদস্যবৃন্দ।
সার্বিক পরিচালনায় ছিলেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রঞ্জন কুমার সরকার ডিজিএম (চঃদাঃ), চন্দ্রা জোঃ অঃ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply