বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
আজকের দিগন্ত নিজস্ব প্রতিবেদনঃ— বাংলাদেশ পুলিশের দুই উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ তওফিক মাহবুব চৌধুরীকে বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। আর পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোঃ হাবিবুর রহমানকে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে ।
হাবিবুর রহমান ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়া গ্রামে জন্মগ্রহণ তিনি। ১৭তম বিসিএসে তিনি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগ দেন । তিনি কর্মক্ষেত্রে সততা, দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার জন্য তিনবার বাংলাদেশ পুলিশর পদক (বিপিএম) ও দুই বার রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন । পেশাগত কাজের বাইরে তিনি একজন ক্রীড়া সংগঠক। বাংলাদেশ কাবাডি ফেডারেশন সেক্রেটারি এবং এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি এ পুলিশ কর্মকর্তা।
তাছাড়া তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিজড়া সম্প্রদায়ের উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এ পুলিশ কর্মকর্তা। উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় গার্মেন্টস, বুটিক হাউজ, ডেইরি ফার্ম, বিউটি পার্লার ও ট্রেনিং সেন্টার গড়ে তোলা হয়েছে ও সাভারের বেদে গুষ্টিকে নিয়ে গার্মেন্টস শিল্পসহ তাদের সন্তানকে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন এ ডিআইজি মোঃ হাবিবুর রহমান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply