শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার (৭ জানুয়ারী) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে মানববন্ধন করে খালেদা জিয়া হলের শিক্ষার্থীরা। এর আগে গত সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুনঃ পাকুন্দিয়ায় মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
মনববন্ধনে বক্তব্য রাখেন মাস্টার্স পড়ুয়া বাংলা বিভাগের ফাতেমা আবেদিন, বিবিএর শিক্ষার্থী সাবিস্তা, ব্যবস্থাপনা বিভাগের টুলি, মিম প্রমুখ। মানবন্ধনে ‘আমরা নারী আমরাও মানুষ, মানুষের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই’, ধর্ষকের ফাঁসি চাই, নারী নির্যাতন নারী ধর্ষণ বন্ধ হোক সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করে ছাত্রীরা। মানববন্ধন শেষে একটি মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ছাত্রীরা।
এদিকে মানবন্ধন চলাকালীন ইবি শাখা ছাত্র-মৈত্রী ও ছাত্র ইউনিয়ন একাত্মতা প্রকাশ করেন। এসময় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আবদুর রউফ, ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সাধারণ সম্পাদক জি কে সাদিক বক্তব্য রাখেন।
আরও পড়ুনঃ হাসপাতালে বেকারদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে- রমেশ চন্দ্র সেন
মানববন্ধনে বক্তারা বলেন, ‘একটি শিক্ষিত মেয়ে একটি শিক্ষিত জাতি দিতে পারে, আর একজন ধর্ষিতা মেয়ে ধর্ষিতা জাতিই দিতে পারবে। স্বাধীনতার জন্য যুদ্ধ করার কারন ছিলো নিপীড়ন, নির্যাতন, বৈষম্য থেকে বাংলার মানুষের মুক্তি প্রাপ্তি। অথচ আমাদের দেশের নারীরা তারই শিকার হচ্ছে। আমরা চাই দেশে এই ধর্ষণের ঘটনাই শেষ ঘটনা হোক। কাজেই জনসম্মুখে ধর্ষকদের শাস্তি নিশ্চিত করা হোক যেন আর কোন নরপিচাশ এ রকম জঘন্য কাজ করার সাহস না করে।’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply