বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
বরগুনা (তালতলী) থেকে মোঃ মিজানুর রহমান নাদিমঃ— স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আবুল কালাম (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানা পুলিশের সহযোগিতায় মঠবাড়িয়া থানা পুলিশের একটি টিম উপজেলার কাজিরখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ মেলান্দহে হাজরাবাড়ী পৌর যুবলীগের আর্থিক অনুদান প্রধান
তালতলী থানা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে পিরোজপুর জেলার মঠবাবাড়িয়া থানার বড়শৌলা এলাকার মৃত্যু আবদুল ছত্তার হাওলাদারের পুত্র আবুল কালাম যৌতুকের দাবীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী জেসমিন বেগমকে নিজ বাড়ীর পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করেন। এ ঘটনায় জেসমিন বেগমের ভাই দুলাল হাওলাদার মঠবাড়িয়া থানায় বোন জামাই আবুল কালামকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুনঃ বসন্তের শুরুতে গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ
পুলিশ ২০১৫ সালে আবুল কালামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ২০১৯ সালের ৩১ অক্টোবর পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মামলার প্রধান আসামী আবুল কালামকে মৃত্যুদন্ড ও এক লক্ষ টাকা জরিমানার রায় প্রদান করেন। রায় ঘোষনার পর থেকে আবুল কালাম পলাতক থেকে পরিচয় গোপন করে বরগুনার তালতলী উপজেলার কাজিরখাল এলাকায় এসে একটি বিয়ে করেন। সেখানেই বসতঘর তুলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তার নামে মঠবাড়িয়া থানায় ডাকাতিসহ দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
আরও পড়ুনঃ মুজিববর্ষে তরুণ কল্যাণ যুব পরিষদে কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ
তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের সহযোগিতায় মঠবাড়িয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান ও কনেস্টবল আবু জাফর সিভিল পোশাকে অভিযান চালিয়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালামকে কাজিরখাল গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply