বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদকঃ অবৈধ গ্যাস সংযোগে যদি কোন তিতাসের কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ। তিনি আরও বলেন, ‘তিতাসের বকেয়া ছয় হাজার কোটি টাকা এতে আমরা উদ্বিগ্ন।’
গত রবিবার (৫ মার্চ) দুপুরে সাভারে ওয়াইএমসি এ ভবনে অনুষ্ঠিত অংশীজনদের সাথে গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিতকরণ ও স্বল্পচাপ সমস্যা হতে উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।
এসময় তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ হারুনুর রশীদ মোল্লাহ বলেন, যেসব এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হচ্ছে না সেসব এলাকায় প্রয়োজনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। এ ছাড়া অবৈধ গ্যাস সংযোগের কারণে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে গেছে বলে তিনি দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার যদি গ্যাস চুরি হতে থাকে, আর আমি চেয়ে চেয়ে দেখব তা হবে না।’ আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন। আমরা দেখেতে চাই চোরের শক্তি বেশি নাকি আমাদের।
উক্ত সভায় সাভার তিতাসের জোনালের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ধামসোনা ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভুইয়াসহ শিল্প-কারখানার মালিক, কর্মকর্তাসহ স্থানীয় বাণিজ্যিক গ্রাহকরা।
এর আগে তিতাস গ্যাসের বাণিজ্যিক ও আবাসিক গ্রাহকরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। পরে তিতাস এমডি এসব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে বলে জানান তিনি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply