বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
ঝালকাঠি থেকে সাইদুল ইসলামঃ— ঝালকাঠি জেলার সাধারন জনগণকে আইনি সহযোগিতার পাশাপাশি বিভিন্ন সময় অসহায়, দুঃস্থ ও গরীব মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) ফাতিহা ইয়াসমিন। জেলায় এসপি হিসেবে আগমনের পর থেকেই আইন শৃংখলায় উন্নতি সহ বিভিন্ন জায়গায় এনেছেন আমুল পরিবর্তন। জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ সহ বিভিন্ন অপরাদ নির্মূল করার জন্য জেলার বিভিন্ন এলাকায় সভা সেমিনার, লিফলেট বিতরণ, কমিউনিটি পুলিশিং সহ বিভিন্ন উদ্যোগ নিয়ে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন এই নারী পুলিশ সুপার। থানায় এসে সাধারন মানুষ হয়রানির শিকার না হয় এমনকি থানায় এসে জিডি বা মামলা করতে কোন প্রকার টাকা পয়সা না নেয় সে জন্য নিয়েছেন বিভিন্ন পদক্ষেপ।
আরও পড়ুনঃ রেইনবো মেধাবৃত্তি পরিক্ষা-২০১৯ সম্পন্ন
আর তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে রাজাপুর থানায় আকস্মিক পরিদর্শনে আসেন এই নারী এসপি। এ সময় তিনি কিছুক্ষন থানার ডিউটি অফিসারের ভূমিকা পালন করেন এবং থানায় আসা সকল শ্রেনি-পেশার সেবা প্রার্থীদের আইনি সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন। এরপর তিনি থানার অফিসারদের সাথে নিয়ে উপজেলার বাগড়ি বাজার এলাকায় প্রায় অর্ধশত অসহায়, দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply