বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের হত-দরিদ্র রতি কান্ত শীলের ছোট ছেলে বলহরী শীল দীর্ঘ ২৫বছর যাবৎ রশিতে বন্দি। ৯বছর বয়সে হঠাৎ করে মানসিক রোগের সৃষ্টি হয়। তার পর থেকেই রশি দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছেন। শীতে কাঁপছে আর হাউমাউ করে কিছু বলার চেষ্টা করছে।
স্থানীয়রা জানান, দরিদ্র পরিবারের ছোট ছেলে বলহরী অনেক বছর থেকে গাছের সাথে বেঁধে রাখা হয়। গরিব পরিবার তাই ভালো চিকিৎসা করাতে না।
আরও পড়ুনঃ জলবায়ু পরিবর্তনে নারীদের ঝুঁকি ও কৃষিতে নারীদের সম্পৃক্ততার বিষয়ক আঞ্চলিক কর্মশালা
সরেজমিনে দেখা যায়, দীর্ঘ ২৫ বছর এভাবেই কাটছে বলহরীর জীবন। স্কুলে ভালো ছাত্রও ছিলো। কিতে কি হয়ে গেছে কেউ যানিনা। তবে দরিদ্র পরিবাবর হিসাবে চিকিৎসায় কম করায়নি। সকালে গাছের সাথে রাতে জড়াজীর্ন বসত ঘরের খুটির সাথে বেঁধে রাখেন। আবার মাঝে মাঝে শিকলেও বাধা হয়। দিনে এক-দুইবার খাবার দেওয়া হয়। বাঁধা অবস্থায় খাওয়ানোসহ সব কিছু করানো হয়। মানুষ দেখলে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকেন। মাঝে মধ্যে আবার উত্তেজিতও হয়ে ওঠে।
আরও পড়ুনঃ জামালপুরে এনজিওর নামে হাতিয়ে নিয়েছে লক্ষাধিক টাকা
বলহরীর মা জানান, ছোট বয়সে ভালো ছিল। আমাদের স্বপ্ন ছিল বলহরীকে পড়ালেখা করাইয়া চাকরিতে দ্যাবো। আমাদের ভার্গের নির্মম পরিহাস ৯ বছর বয়স থেকে মানসিক সমস্যা দেখা দেয়। বরিশাল নিয়া মানসিক ডাক্তার দেখাইছি। কয়েক দিন ভালো আছেলে আবার আগের মত হয়েছে। আর খালো ডাক্তার দেখাইতে পারিনায় টাকার অভাবে। এভাবেই ছেলেকে গাছের সঙ্গে বেঁধে রাখি।
এ বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়ান চেয়ারম্যান আলতাব হোসেন আকন জানান, পরিষদের মাধ্যেমে যতটুকু সাহায্যে সহযোগীতা করা সম্ভাব তা আমি করে যাচ্ছি। আর ওকে গাছের সাথে বেধে রাখার কথা আমি শুনিনি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply