বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
দিনাজপুর থেকে বাদশা আলীঃ— দিনাজপুরে উদ্বেগজনক হারে বেড়েছে রাস্তার বেওয়ারিশ কুকুরের উপদ্রব। যখন তখন আক্রমণ করছে পথচারীদের। গত দুই সপ্তাহে কুকুরের কামড়ে অন্তত ১৮৭ জন আহত হয়েছেন। কিছু কুকুর কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
দিনাজপুর সদর হাসপাতালের চিকিৎসক সোহেল পারভেজ রানা বলেন, গত দুই সপ্তাহে তারা কুকুরের কামড়ে আহত ১৮৭ জনকে জলাতঙ্ক রোগ প্রতিরোধক ভ্যাকসিন দিয়েছেন। আগের দুই মাসের হিসাব দিতে গিয়ে তিনি বলেন, গত ডিসেম্বর এই ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩০৫ জনকে। আর জানুয়ারিতে দেওয়া হয়েছে ৩৮১ জনকে। কিছু কুকুর কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে অজ্ঞাত রোগে দুজনের মৃত্যু, অসুস্থ্য তিনজন
চিকিৎসক সোহেল বলেন, “কুকুরের আক্রমণের সংখ্যা যেমন উদ্বেগজনক হারে বেড়েছে, তেমনি আক্রমণের ধরনও মারাত্মক। কোনো কোনো ক্ষেত্রে কুকুর কামড় দিয়ে মাংস ছিঁড়ে নিচ্ছে।” এদিকে কুকুর নিধনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় কর্তৃপক্ষ কুকুরের সংখ্যা কমাতে পারছে না।
দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, পৌরসভার পক্ষ থেকে কুকুরকে জলাতঙ্ক রোগ প্রতিরোধক ভ্যাকসিন দেওয়া ছাড়া তাদের আর কিছু করার কিছু নেই।
আরও পড়ুনঃ জামালপুরে স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার
কুকুরের সংখ্যা বৃদ্ধির পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন পৌরসভার সাবেক মেয়র সফিকুল হক। তিনি বলেন, আইন রয়েছে কুকুর নিধন করা যাবে না। কিন্তু কুকুরের সংখ্যা বৃদ্ধি রোধ এবং কুকুরের এমন বেপরোয়া আক্রমণ এখনই থামাতে না পারলে অবস্থা ভয়াবহ হতে পারে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply