বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
দিনাজপুর থেকে বাদশা আলীঃ— বোরো চাষাবাদের জন্য জমি প্রস্তুত ও চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষকেরা। কৃষকরা জানায়, শেষ পর্যন্ত আবহাওয়া অনুকুলে এবং বিদ্যুৎ সরবরাহ ঠিকমতো থাকলে সুষ্ঠু ভাবে ফসল ঘরে তুলতে পারবেন। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে মাঠে চলছে পানি সেচ, জমি প্রস্তুত ও চারা রোপনের ব্যস্ততা। শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে কোমর বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা।
আরও পড়ুনঃ ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীদের বাস খাদে পড়ে আহত-১০
এসময় দেখা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে এখন চলছে বোরো ধানের চারা রোপনের মহোৎসব। উপজেলার কৃষকদের কেউ বীজ তলা থেকে চারা তুলছেন, অনেকে চারা রোপন করছেন। প্রচুর শীত থাকায় আবার হাওরাঞ্চলের কৃষকরা পানিতে নামতে একটু দেরি করছেন। সকালে সূর্যের দেখা পেলে তবেই তারা চারা রোপনে নামছেন। আগাম তৈরি বীজতলা থেকে এবারও কৃষকরা শীতের শুরুতেই আগাম চারা রোপনের কাজ শুরু করেছেন। খেত প্রস্তুত করার লক্ষ্যে জমিতে সেচ ও হাল চাষের কাজেও ব্যস্ত দেখা গেছে কৃষকদের।
আরও পড়ুনঃ ঝালকাঠিতে ক্রীড়া সংস্থার ভবন নির্মাণ কাজের উদ্বোধন
স্থানীয় কৃষকদের দাবি, কৃষি অফিসে জনবল বৃদ্ধি করে কৃষি চাষে আরও বেশি সেবা দিতে। বোরো চাষিরা সঠিকভাবে চাষ করতে পারে সে জন্য উপজেলার কৃষি কর্মকর্তারা নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন। মাঠে আটজন কৃষি কর্মকর্তা রয়েছে। কৃষক বাদল চন্দ্র প্রামানিক বলেন, ‘জমি প্রস্তুত। চারা উত্তোলন করছি জমিতে রোপনের জন্য। বোরো ফসলটি ভালো হলে পরিবার পরিজন নিয়ে শান্তিতে থাকতে পারব। তাই যত্নসহকারে জমি তৈরি করেছি।’ উপজেলা কৃষি কর্মকর্তা এটিএমক হামিম আশরাফ বলেন, চলতি মৌসুমে উপজেলার ৭টি ইউনিয়নে প্রায় ১৪ হাজার ২শ হেক্টর বোরো ধান চাষ হবে। এর মধ্যে হাইব্রিড ১০ হাজার হেক্টর, উফসী ৪ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো উৎপাদন করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ইতোমধ্যে বোরো চারা রোপন শুরু হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply