রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
রাবি থেকে উজ্জ্বল হোসেনঃ— শারদীয় দুর্গাপূজায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্লাস-পরীক্ষা ও অফিসসমূহ ৬ থেকে ৮ অক্টোবর তিন দিন বন্ধ থাকবে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে ৪ ও ৫ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আরো দুই দিন বেড়ে মোট ছুটি হবে পাঁচদিন।
পাঁচ দিনের এ ছুটিতে আবাসিক হলগুলো খোলা রাখা হবে বলে নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যপক প্রভাষ কুমার কর্মকার বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার অনুযায়ী ৭ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত পূজার ছুটি রয়েছে। কিন্তু পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তে ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে।
প্রভাষ কুমার কর্মকার আরো বলেন, ছুটি শেষে আগামী ৯ অক্টোবর বুধবার থেকে যথারীতি ক্লাস পরীক্ষা চলবে ও অফিসসমূহ খোলা থাকবে।
হল বন্ধের বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক রেজাউল করিম বকসী বলেন, পূজার পাঁচদিনের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কোন হল বন্ধ থাকবে না।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply