বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
নীলফামারীর (জলঢাকা) থেকে হারুন অর রশিদ রিয়াদঃ— দুর্ঘটনা এড়াতে মটরসাইকেল চালকদের মাঝে জন সচেতনতা বৃদ্ধির লক্ষে নীলফামারীর জলঢাকায় থানা পুলিশের উদ্দ্যোগে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে ট্রাফিক মোড় বঙ্গবন্ধু চত্বরের সামনে লিফলেট বিতরণ”র আনুষ্ঠানিক উদ্বোধন করেন জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর একে এম মনিরুল আলম মনির, এস আই বদরুদ্দোজা, মোস্তানছির বিল্লা সহ পুলিশের একটি দল।
লিফলেট বিতরন কালে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আইনের ভয়ে নয় -নিজের সন্তান ও পরিবারকে ভালোবেসে হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাবেন, গাড়ির গতি নিয়ন্ত্রনে রাখবেন ও সর্বদা সতর্ক থাকবেন। ঝুঁকিপূর্ন ওভারটেক করবেন না, ফিডার রোড থেকে মহাসড়কে উঠার সময় থেমে ডানে বামে দেখে নিবেন, পরিবারকে নিয়ে বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালাবেন না। বাইক চালানোর সময় মুঠোফোনে কথা বলবেন না, পিছনের যাত্রীকেও হেলমেট পরাবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন।
তিনি আরো বলেন, শুধু এখানেই নয়, জলঢাকা পেট্রোল পাম্প, টেংগনমারী বাজার, মিরগন্জ বাজার সহ মোট চারটি পয়েন্টে আমরা লিফলেট বিতরণ করছি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply