শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
সিলেট থেকে জয়নাল আযাদঃ— সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দূর্গা উপলক্ষে সিলেটের কানাইঘাট উপজেলাসহ দেশ বিদেশে অবস্থানরত সকল হিন্দু ধর্মালম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বারিউল করিম খাঁন।
এক শুভেচ্ছা বার্তায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজে সকল অন্যায়, অবিচার, অশুভ ও সকল পরাশক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবহমানকাল থেকে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করে আসছে।
সেই সাথে কানাইঘাট উপজেলায় অবস্থিত ৩৫টি পূজামণ্ডপে পূজা চলাকালীন সময়ে শান্তি, শৃংখলা বজায় রাখতে শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্য উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ টিম মাঠে কাজ করবে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে প্রশাসন কে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply