বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৪ অপরাহ্ন
বরগুনা বেতাগী) থেকে অলি আহম্মেদঃ— ‘আমার একমাত্র ছেলের ছেলের আর সংসার বাঁধা হলোনা। আগামী বৃহস্পতিবার ছিল গায়ে হলুদ ও শুক্রবার বিয়ের দিন। তা আর হলো কই ? অসময় আল্লাহ তাঁকে নিয়ে গেল। আমি আর বেচেঁ থেকে লাভ কি ?’ ছেলে আব্দুর রাজ্জাক (২৩)‘র মৃত্যুতে বৃদ্ধা মা রোফেজা বেগমের এই বিলাপ কিছুতেই থামছেনা। রাজ্জাকের অকাল মৃত্যুতে শুধু পরিবারেই নয়, এলাকায়ও বইছে শোকের মাতম। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের ঝিলবুনিয়া গ্রামে।
জানা গেছে, আনছার আলী’র ছেলে আব্দুর রাজ্জাক গত রবিবার (২ ফ্রেরুয়ারি) বিকাল সারে ৩ টায় সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের গঠন উপলক্ষে কর্মী সমাবেশে যোগদানের জন্য বাড়ি থেকে রওনা হয়। টমটমে যাওয়ার সময় ওই গ্রামের হাজ্বি বাড়ি সংলগ্ন এলাকায় রাস্তার মোড় ঘোরার সময় হঠাৎ রাজ্জাক টমটম থেকে ছিটকে পরে যায়। এতে মাথায় গুরুতর জখম হওয়ায় প্রথমে বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। অবস্থার আরো অবনতি ঘটলে তাকে নেওয়া হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম)। ওই দিন রাত সাড়ে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। গত সোমবার (৩ জানুয়ারি ) বিকাল ৪টায় জানাজা শেষে তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় গ্রাম বাসিরা জানায়, আব্দুর রাজ্জাকের অকাল মৃত্যুতে আমরাও গভীরভাবে মর্মাহত ও শোকাহত।
বাবা আনছার আলী বলেন, ‘আদরের সন্তানের জন্য অনেক আশায় বুক বেঁেধ ছিল তাঁরা। একমাত্র ছেলেকে বিয়ে করিয়ে নতুন বৌয়ের হাতের রান্না খাবেন, তা আজ শুধূই স্বপ্ন’। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) গাঁয়ে হলুদ ও তাঁর পরের দিন শুক্রবার (৭ জানুয়ারি) বিয়ের দিন তারিখ ধার্যকরা হয়েছিল। গাঁয়ে হলুদ ও বিয়ের জন্য আত্মীয় স্বজন ও বন্ধুরা বাড়িতে অবস্থান করছিল রাজ্জাক বরণ করতে কিন্তু সড়ক দূর্ঘটনা তা মিশিয়ে দিয়ে গেল।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply