বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
মেহেরপুরা থেকে তৌহিদুল ইসলাম তুহিনঃ— জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার ছিলো দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সেই লক্ষে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রনালয়। কাজের বিলম্ব যেখানে দূর্ণীতি সেখানেই । কোন ক্রমেই যাতে কাজের বিলম্ব না হয়, সেজন্য নতুন নতুন পরিকল্পনা করছে জনপ্রশাসন মন্ত্রনালয়। শনিবার দুপুরে খুলনা বিভাগীয় পর্যায়ে ইনোভেশন শোকেসিং মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
আরও পড়ুনঃ বেতাগীতে সম্মিলিত বিশেষ অভিযানে সাড়ে তিন লাখ মিটার অবৈধ জাল জব্দ
তিনি আরোও বলেন, প্রতিটি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী এখানে উপস্থাপন করছে। যাতে প্রতিটি জেলা সে অনূযায়ী কাজ করতে পারে। এরই মাধ্যমে আগামী ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিনত হবে বাংলাদেশ। এর পরই বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন খুলান বিভাগীয় কমিশনার ডঃ মোঃ আনোয়ার হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ডঃ মোঃ হুমায়ন কবীর, জেলা প্রশাসক আতাউল গনি, পুলিশ সুপার এস.এম মুরাদ আলীসহ খুলনা বিভাগের সরকারী ও বেসরকারী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে আয়োজিত ইনোভেশন শোকেসিং মেলায় খুলনা বিভাগের ১০ টি জেলা তাদের নতুন নতুন উদ্ভাবনী উপস্থাপন করেন। এ সময় প্রতিটি স্টল ঘুরে দেখেন মন্ত্রী।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply