মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় শ্রেষ্ঠ স্বর্ণপদক প্রাপ্ত যুব সংগঠন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত। ২৭ আগষ্ট (বৃহস্পতিবার) বিকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির হলরুমে সংগঠনের জেলা কমিটির সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নির্বাহী সদস্য অমীয় প্রাপণ চক্রবর্তী (অর্ক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক শফিউল আজম টুটুল, ধ্রুবতারা যুব সংসদের প্রধানমন্ত্রী মেহেদি হাসান জেনেট, শিক্ষা বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ পাপ্পু, কেন্দ্রীয় নেতা রাফি আহমেদ, লাব্বি আহসান, ভারতের দিল্লি শাখার সমন্বয়কারী পাপন সরকার, নোয়াখালি জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ সুজন প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিম, ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রুহুল আমীন রুবেল, ধ্রুবতারার জেলা কমিটির যুগ্ম সম্পাদক মোঃ রিয়াজ মোর্শেদ, নলছিটি উপজেলা সভাপতি মোঃ শাহ আলম সরদার, সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম রিপন, রাজাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বুলবুল আহাম্মেদ, সাংবাদিক মোঃ মাসুম খান, সাংবাদিক মোঃ আতাউর রহমান প্রমুখ।
পবিত্র কোরআন তেলোয়াত ও গীতা পাঠের মাধ্যমে জেলা সম্মেলনের কার্যক্রম শুরু করা হয়। সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের উপর শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্মেলনে পরবর্তী ২ বছরের জন্য ঝালকাঠি জেলার শাখার সভাপতি হিসেবে পুনঃরায় রিয়াজুল ইসলাম বাচ্চুকে এবং সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ূন কবির (সাগর) কে নির্বাচিত করা হয়। এই সম্মেলনে ৪১ সদস্য বিশিষ্ট ঝালকাঠি জেলা কমিটি ঘোষনা করা হয়। এছাড়াও নলছিটি উপজেলার মোঃ শাহআলম সরদারকে সভাপতি ও মোঃ সফিকুল ইসলাম রিপনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এবং রাজাপুর উপজেলা শাখায় মোঃ সাইদুল ইসলামকে সভাপতি ও মোঃ বুলবুল আহাম্মেদকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষনা করা হয়।
উল্লেখ্য কাঠালিয়া উপজেলা শাখার বাকী ১টি কমিটি পরবর্তীতে জেলার তত্ত্বাবধানে ঘোষনা করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply