বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থেকে এম বি রিয়াদঃ— ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বঙ্গবন্ধু পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমানকে সভাপতি ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুল আরেফীনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুনঃ ইবির ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন
সোমবার (৬ জানুয়ারি) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে এ কমিটি যাত্রা শুরু করে। এর আগে সকাল ১১ টার দিকে ড. মাহবুবুল আরেফীনের সঞ্চালনায় ও মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আনোয়ারুল হক স্বপন, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম জুয়েল, কর্মকর্তা সমিতির সভাপতি শামসুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমানসহ পরিষদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও মুঠোফোনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ স ম আরেফীন সিদ্দিক ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এ মালেক।
এসময় পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমি শুরু থেকেই বঙ্গবন্ধু পরিষদের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত। আমার রক্তে বঙ্গবন্ধুর আদর্শ, চেতনা বিকশিত হয়। আমরা এমন একটি সময়ে দায়িত্ব পেয়েছি। এটা মুজিববর্ষ পালনের বছর। আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হয়ে মুজিববর্ষ পালন করতে পারি। তবে আমরা আমাদেরকে মুজিবের গর্বিত সৈনিক হিসেবে মনে করবো।’
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply