বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
নাটোর (নলডাঙ্গা) থেকে রানা আহমেদঃ— নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে শহীদ সরদার নামের এক দিনমুজুরের বসতবাড়ির চার ঘর পুড়ে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়নের আচঁড়াখালী গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস ঘন্টাব্যাপি চেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা জানাতে পারিনি ক্ষতিগ্রস্ত পরিবার।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ে করোনা সচেতনতায় মেজর জেনারেল নজরুল ইসলাম
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির ও ক্ষতিগ্রস্ত দিনমুজুর শহীদের ছেলে শরীফ উদ্দিন জানান, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আচঁড়াখালি গ্রামের দিনমুজুর শহীদ সরদারের বসতবাড়ির চারটি টিনের চালা টিনের বেড়ার ঘরে আগুন লাগে। দ্রুত আগুন চারদিক ছড়িয়ে পড়লে নাটোর ফায়ার সার্ভিস খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের এক ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রন করেন।এসময় আগুনে চারটি ঘরের নগদ ৬০ হাজার টাকাসহ চাল, গম আসবারপত্র পুড়ে ছাই হয়। এতে দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply