বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
নাটোর (নলডাঙ্গা) থেকে রানা আহমেদঃ— নাটোরের নলডাঙ্গায় আবু তালেব নামের এক কৃষকের ১২০ টি ফলজ কলাগাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা।শনিবার রাতে উপজেলার কুটুরীপাড়া দক্ষিন মাঠে এ ঘটনা ঘটে। এতে ৭০-৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আবু তালেব সরদার ওই গ্রামের মৃত আবু তাহের সরদারের ছেলে।
স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত কৃষক আবু তালেব সরদার জানান, লেখাপড়া শেষ করে কোন চাকরী না পেয়ে পৈতিক সূত্রে পাওয়া কুটুরীপাড়া মাঠে দশ শতক জমিতে ১২০টি কলাগাছ লাগিয়েছিলাম। প্রতিটি কলাগাছে বড় বড় সাইজের কলা ধরেছে আর ২০-২৫ দিন পর কলাগুলো পক্ত হতো। এই কলাগুলো বাজারে বিক্রি করলে ৭০-৮০ হাজার টাকা পাওয়া যেত। কিন্ত শনিবার রাতে দুবৃর্ত্তরা কলাবাগানের ৮০টি গাছ কেটে ফেলে আর ৪০টি গাছের কলার ক্যান কেটে মাটিতে ফেলে রেখে যায়। কৃষক আবু তালেব আরোও জানান, আমার সাথে কারোও শত্রুতা নাই, যদিও থাকে তাহলে কলাগাছের সাথে এ কেমন শত্রুতা বলে কেঁদে ফেলে।
এ ঘটনায় নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, এ ধরনের ঘটনায় থানায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অপরাধীকে শনাক্ত করে আইনের আওয়াতায় এনে ব্যবস্থা গ্রহন করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply