সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন
নাটোর (নলডাঙ্গা) থেকে রানা আহমেদঃ— নাটোরের নলডাঙ্গায় আবেদুর রহমান ওরফে সাহেব আলী নামের এক কৃষকের বাড়ির পাটের গুদামে অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এতে গুদামে রক্ষিত ৪০ মণ পাট ও পাটিকাটি পুড়ে ছাই হয়ে যায়।খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।আগুন কিভাবে লেগেছে জানা না গেলেও ক্ষতিগ্রস্ত পারিবারের দাবী শক্রতা করে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় মাদক ব্যবসায়ীকে আটকে বাধা দেওয়ার অভিযোগে এক শিক্ষক গ্রেপ্তার
নাটোর ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া গ্রামের কৃষক আবেদুর রহমান ওরফে সাহেব আলীর বাড়ির পাটের গুদামে আগুন লেগে দ্রুত চারদিক সড়িয়ে পড়ে।খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়দের আধা ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।অগ্নিকান্ডে গুদামে রক্ষিত ৪০ মণ পাট ও পাটকাটি পুড়ে ছাই হয়েছে।এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করে কৃষক আবেদুর রহমান ওরফে সাহেব আলী বলেন,শক্রতা করে কেউ আগুন ধরিয়ে দিতে পাড়ে।বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সাহেব আলীর বাড়ির গুদামে আগুন লেগে রক্ষিত পাট ও পাটকাটি পুড়ে যায়।কিভাবে আগুন লেগেছে তা জানা যায় নি।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় আওয়ামীলীগের নবনির্বাচিত কমিটির সাথে মতবিনিময় সভা
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply