মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
নলডাঙ্গা (নাটোর) থেকে রানা আহমেদঃ মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দুষণ রোধ করি এ প্রতিপাদ্য নিয়ে নাটোরের নলডাঙ্গায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের যৌথ আয়োজনে ইউএনও আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের নলডাঙ্গা উপজেলা শাখার সভাপতি রানা আহমেদ, সাধারন সম্পাদক এম এম অরিফুল ইসলাম, নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজের সহকারী অধ্যাপক মামনুর রশিদ তোতা, প্রভাষক নাজমুছ ছায়দাত বাবু, নলডাঙ্গা বাজার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাছির উদ্দিন হক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,ব্যবসায়ীদের একজন ভোক্তার অধিকার সম্পর্কে জানতে হবে।নিম্নমানের,মেয়াদোর্ত্তীর্ণ পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণের তারিখ ঘষামাজা পরিহার করতে হবে। খাদ্যে উচ্চ মাত্রার ট্রান্স ফ্যাট মানুষের হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, তাই খাদ্যে উচ্চ মাত্রার ট্রান্স ফ্যাট প্রত্যাহার করার দাবী জানিয়ে বক্তারা আরোও বলেন, বিশ্বে প্রতিদিন সৃষ্ট মোট বর্জ্যরে ১০ শতাংশই প্লাষ্টিক বজ্য।বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে প্রতিবছর প্রায় ১৩ মিলিয়ন টন প্লাস্টিক বর্জ্য নদী ও সাগরে পতিত হওয়ায় ২০৫০ সালে নদী বা সাগরে মাছের চেয়ে প্লাস্টিকের বজ্যের পরিমান বেশি হবে। তাই প্লাস্টিক বর্জের দুষনরোধ করতে হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply