বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
নলডাঙ্গা (নাটোর) থেকে রানা আহমেদঃ নাটোরের নলডাঙ্গায় মাছ রক্ষায় অভিযান চালিয়ে ২০ খরা জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। বুধবার দুপুরে উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে ইয়ারপুর খালে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, দেশীয় প্রজাতির মাছের অবাধ প্রজনন, পোনা ও ডিমওয়ালা মা মাছ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ব্রহ্মপুর-ইয়ারপুর খালে এ আভিযান পরিচালনা করা হয়। এসময় ২০টি খরা জালের অবকাঠামো বিনষ্ট ও ৫০০মিটার জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply