সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২০ পূর্বাহ্ন
নাটোর (নলডাঙ্গা) থেকে রানা আহমেদ:— নাটোরে নলডাঙ্গায় দীর্ঘ দিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা ৩টি সরকারী পুকুর দখল মুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান লাল নিশান টাঙ্গিয়ে পুকুর তিনটি সরকারী ভাবে দখলে নেন। এসময় স্থানীয় ইউনিয়ন ভূমি অফিসের সহকারী, গ্রাম পুলিশরা সঙ্গে ছিলেন।
আরও পড়ুনঃ রাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান
সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান জানান, নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে অর্পিত (ভিপি) সম্পত্তির ২ একর ১৩ শতক পুকুরটি ২০০৬সালে মর্জিনা খাতুনের নামে সবশেষ লীজ বাতিল হয়। এরপর ২০০৭ সালে হুরমুতউল্লাহ নামে ৫৯ শতক এবং ২০০৭ সালে মুনজুর রহমানের নামে ১একর ১৯শতক পুকুরটির লীজের মেয়াদ শেষ হয়।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় এক যুবলীগ কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করলেন অপর দুই যুবলীগ কর্মী, আটক ২
এরপর স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা পুকুর তিনটি সরকারী ভাবে লীজ দিতে বিভিন্ন ভাবে বাধা প্রদান করে আসছিল। সবশেষ মঙ্গলবার দুপুরে ওই তিনটি পুকুরের পাড়ে লাল নিশান টাঙ্গেয়ে দখলে নেয়া সহকারী কমিশনার ভূমি আবু হাসান।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় কৃষকের কাছ থেকে আমন ধান ক্রয় শুরু
সহকারী কমিশনার (ভূমি) আবু হাসান বলেন, লীজ ছাড়াই পুকুর তিনটি ভোগ দখল করে আসছিল স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা। তারা বিভিন্ন সময় মসজিদ এবং মাদ্রাসার নাম ভাঙ্গেয়ে পুকুরগুলো দখল করে রেখেছিল। এতে করে সরকার প্রতিবছর তিনটি পুকুর থেকে অন্তত ১০ লাখ টাকার রাজস্ব বঞ্চিত হয়েছে। সরকারী সম্পত্তি উদ্ধার অভিযানের অংশ হিসেবে পুকুর তিনটি দখলমুক্ত করা হয়েছে। আগামীতে এই ধরনের অভিযান চালিয়ে আরো পুকুর দখল মুক্ত করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply