বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৩০ অপরাহ্ন
নলডাঙ্গা (নাটোর) থেকে রানা আহমেদঃ আয় ও ব্যয় সমান রেখে নাটোরের নলডাঙ্গা পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের ৭ কোটি ৬৫ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুরে নলডাঙ্গা পৌরসভার হল রুমে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী এ বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৭ কোটি ৬৫ লাখ টাকা এবং সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৬৫ লাখ টাকা। আর রাজস্ব হিসেবে আয় ধরা হয়েছে ১ কোটি টাকা ও রাজস্ব হিসেবে ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকা। উন্নয়ন হিসেবে আয় ধরা হয়েছে ৬ কোটি ৬৫ লাখ টাকা এবং উন্নয়ন হিসেবে ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৬৫ টাকা। ডেঙ্গ প্রতিরোধ ও করোনা ভাইরাস সংক্রমণ রোধে মোট ১০ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে।
আরও পড়ুনঃ শুদ্ধাচার পুরস্কার পেলেন পুঠিয়ার ইউএনও ওলিউজ্জামান
এবার করের হার বৃদ্ধি না করে করের আওয়াতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র সাহেব আলী। তিনি আরো জানিয়েছেন, প্রতিটি উন্নয়ন মুলক কাজে এক নম্বর ইট ও উন্নত মানের সামগ্রী ব্যবহারের প্রতি গুরুত্ব দিয়ে দেখা হবে। এসময় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর আলী, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মুকু, পৌর আওয়ামীলীগের সভাপতি ও কাউন্সিলর শরিফুল ইসলাম পিয়াস, সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌরসভার সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম, জেলা পরিষদ সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply