শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪২ পূর্বাহ্ন
নাটোর (গুরুদাসপুর) থেকে মেহেদী হাসান তানিমঃ— চলনবিলের পানি নামতে শুরু করেছে। কয়দিন পরেই কৃষক ধানের বীজতলার কাজ শুরু করবে। একই সাথে শুরু হবে রসুনসহ অন্যান্য ফসলের চাষ। কিন্তু এক শ্রেণীর অসাধু মাছ শিকারীরা বিলের পানি প্রবাহে বাধা সৃষ্টি করে অবৈধ ভাবে সুঁতিজাল দিয়ে মাছ শিকার শুরু করেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদমা গ্রামের বিলের শেষ মাথায় অবস্থিত দুই’টি সুঁতিজাল উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।
শনিবার বিকেলে গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তমাল হোসেনের নির্দেশে অবৈধ সুঁতিজাল উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান। অভিযান চলাকালিন সময়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, পানির স্রতে বাধা সৃষ্টি করে অবৈধ সুঁতিজাল দিয়ে মাছ শিকার করা যাবে না। আজকের পরে পুনরায় আবার কেউ অবৈধ সুঁতিজাল স্থাপন করলে তাদের আইনের আওতায় আনা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply