রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩২ পূর্বাহ্ন
নাটোর (গুরুদাসপুর) থেকে মেহেদী হাসান তানিমঃ— নাটোরের গুরুদাসপুর উপজেলায় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অভিযোগে শনিবার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে ছয় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত ছয় ব্যবসায়ী হলেন উজ্জ্বল শেখ, আব্দুর রাজ্জাক, শামীম শেখ, এনামুল হক, টুটুল হোসেন ও মোঃ মোতালেব হোসেন।
পেঁয়াজ ব্যবসায়ী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার পৌরসভার চাঁচকৈড় হাটের কাঁচা বাজারের ব্যবসায়ীরা প্রতি কেজি পেঁয়াজ ২৪০ টাকায় বিক্রি করায় এতে জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান অভিযান পরিচালনা করেন ।
পেঁয়াজ ব্যবসায়ী জানান, তারা মোকাম থেকে প্রতি মণ পেঁয়াজ আট হাজার ২০০ টাকা দরে কিনে এনেছেন। প্রতি কেজিতে কেনা পড়েছে ২০০ টাকার ওপরে। এ কারণে তারা ২৪০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করছেন। খরচ বাদে প্রতি কেজিতে লাভ করছেন ৩০ টাকার ওপরে। জরিমানা করার পর থেকে পেঁয়াজ বিক্রি বন্ধ রেখেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ক্রেতারা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply