বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন
নাটোর থেকে মোঃ রাজিবুল ইসলাম বাবুঃ— নাটোরের বড়াইগ্রামে ১৬৬ বোতল ফেন্সিডিলসহ তিনজনকে আটক করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।
রোববার (১৫ মার্চ) বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাথুরিয়া এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা হলো কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মহেশকুন্ডি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে আবু হানিফ (৩৫), একই এলাকার মাদারপুর গ্রামের মোহন মন্ডলের ছেলে আনোয়ার হোসেন (১৯) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে আল আমিন (১৯)।
আরও পড়ুনঃ জামালপুর মাদারগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম জানান, নিয়মিত তল্লাশীর অংশ হিসেবে রোববার কুষ্টিয়া থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস জে আর পরিবহনের বাংকারে ব্যাগে রাখা ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ফেন্সিডিল বোঝাই ব্যাগের মালিক আবু হানিফ ও আনোয়ার হোসেনকে আটক করা হয়।
অপরদিকে, নাটোর-পাবনা মহাসড়কের ধানাইদহ কাজল তেল পাম্পের সামনে শ্যামলী পরিবহণের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী কালে চালিয়ে ব্যাগ বোঝাই ১৩২ বোতল ফেন্সিডিলসহ আল আমিনকে আটক করা হয়। পরে তাদের নামে মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ স্ত্রীর ওপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
অবশেষে থানারভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মাদক কারবারি যে হোক না কেন কোন ছাড় নেই তাদের। আসুন আমরা মাদক মুক্ত দেশ গড়ি সোনার বাংলা থেকে মাদক দূর করি।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply