বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০২:৫৩ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে পুরুষ এবং কিশোরদের অংশ গ্রহণ নিশ্চিত করনের লক্ষ্যে ৬ নভেম্বও বুধবার সকাল ১০টায় পটুয়াখালী এসডিএ মিলানয়তনে বাংলাদেশ রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর আয়োজনে ও ব্র্যাক এর সহযোগিতায় করনীয় বিষয়ে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রুরাল ইকনোমিক ডেভেলপমেন্ট (ব্রেড) এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র্রেট মোঃ জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সদর ইউএনও লতিফা জান্নাতী, উপ-পরিচাল মহিলা বিষয়ক অধিদপ্তর দিলারা খানম ও প্রকল্প সমন্বয়কারী ফিরোজুল ইসলাম মিলন। এছাড়া আলোচনায় অংশ গ্রহণ করেন জেলা স্কাউট কমিশনার সুলতান আহমেদ, এসডিএ’র নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন, টিআইবির প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, হেলেনা খাতুন, অব্দুল খালেক সহ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ড. নরেশ মধু প্রধান উপদেষ্ঠা ব্রেড। প্রচারাভিযানে নারী ও শিশু নির্যাতন বিষয়ে অংশ গ্রহণকারীদের অবহিত করানো হয়। পরে ছোট ছোট ৪ টি ভিডিও চিত্রের মাধ্যমে নির্যাতনের বিভিন্ন দিক নিয়ে সচেতন করানো হয় এবং তথ্য চিত্রের উপর অংশগ্রণকারীরা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে করনীয় সম্পর্কে আলোজনা করেন। গত ৫ নভেম্বর হেতালিয়া আবাসন প্রকল্প এলাকার এবিষয়ে জনগনকে সচেতন করানোর জন্য কমিউিনিটি মোবি লাইজেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply