বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
বাগেরহাট (মোংলা) থেকে সজল দাসঃ— নারী শিশু নির্যাতন বন্ধে মোংলায় মানববন্ধন পালিত হয়েছে। বৃহস্পতিবার(৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মোংলা উপজেলা পরিষদের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এম,পি । মানব বন্ধনে সংস্থাটির উপকারীভোগী বিভিন্ন বয়সের নারী পুরুষ অংশ নেন।
এ সময় উপমন্ত্রী বলেন, নারী নির্যাতন বন্ধে পুরুষদের পাশাপাশি নারীদের ও সচেতন হওয়া দরকার। তা’নাহলে কখনো নারী নির্যাতন বন্ধ হবে না। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদ সদস্য আবদুর রহমান, মোংলা মিঠাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইস্রাফিল হোসেন হাওলাদার সহ মোংলা উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান’রা। পরে ৪০টি পরিবারের মাঝে নিরাপদ পানি সংরক্ষনের জন্য পলিমার পানির ট্যাংক ও গাছের চারা এবং সংরক্ষনের জন্য নগদ টাকা বিতরন করেন উপমন্ত্রী।
পরে উপমন্ত্রী উপজেলা একটি অনুষ্ঠানে যোগ দেন, সব শেষে উপমন্ত্রী যোগ দেন নারী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply