বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
মানিকগঞ্জ, সাটুরিয়া থেকে (আবু-বক্কর সিদ্দিক ) :— দেশে নারী নির্যাতনকারী যেই হোক নিজ দলের কিংবা নিজের লোক কাউকে ছাড় দেওয়া হবে না। বিশেষ করে মানিকগঞ্জে কোন অপরাধীকে প্রশ্রয় দেওয়া হবে না । ২৮ শে এপ্রিল বিকেল চার ঘটিকায় সাটুরিয়া উপজেলার বালিয়াটী ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে দু’টি চার তলা ভবনের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের উন্নয়ন যথেষ্ট হয়েছে। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ডায়াবেটিকস হাসপাতাল, সাটুরিয়া গোলড়া বালিয়াটী রাস্তা উন্নয়ন, ম্যাটস, ফায়ার সার্ভিস সহ শতভাগ বিদ্যুৎতায়ন করা হয়েছে । দেশের উন্নয়নের বিবরণ উল্লেখ করে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, প্রতি বছর ৪০ কোটি বই বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। তিনি আরো বলেন, লেখাপড়ার প্রতি মনোনিবেশ সহ গুরুজনদের সম্মান, সকলকে সম্মানের চোখে দেখতে হবে। তাহলেই শিক্ষার্থীরা আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মো: হাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা যুবলীগ সভাপতি সুদেবসাহা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মতিয়ার রহমান, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন মাষ্টার, বালিয়াটী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, জেলা পরিষদের সদস্য আমজাদ হোসেন লাল মিয়া, সাটুরিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply