বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
জামালপুর থেকে মোঃ ইমরান মাহমুদঃ— জেলার মেলান্দহ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম (চান) চলে গেলেন না ফেরার দেশে।
মঙ্গলবার ২৯ এপ্রিল বিকাল ৩ ঘটিকায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রফিকুল ইসলামের ছেলে উজ্জ্বল মিয়া জানান, আমার বাবা অনেক দিন ধরেই ডায়াবেটিস, ক্যান্সারসহ একাধিক রোগে ভুগছিলেন।
আজ তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার ঘন্টাখানেক পরেই মারা যান তিনি।
তিনি মুক্তিযুদ্ধের সময় মেলান্দহ উপজেলার কমান্ডার ছিলেন। কর্মক্ষেত্রে তিনি মেলান্দহ উপজেলার কে জি এস মহর সোবহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ৩৭ বছর কর্মরত ছিলেন। দীর্ঘদিন শিক্ষকতার পরে তিনি ৮ বছর হয় অবসর গ্রহণ করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি ব্যবসার সাথে জড়িত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী তিন ছেলে, এক মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে মারা যান।
রাষ্ট্রী মর্যাদায় মেলান্দহ উপজেলার পশ্চিম ঘোষেরপাড়া গ্রামে পারিবারি কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply