বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
টাঙ্গাইল (মধুপুর) থেকে মোঃ আঃ হামিদঃ— শনিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সংযোগ সড়কের জলছত্র-মাগন্তিনগরের রাস্তার দুই কিলোমিটার ভেতরে দক্ষিণ জাঙ্গালিয়ার জঙ্গল থেকে একটি মরদহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে লাশের পরিচয় মিলে। উদ্ধারকৃত লাশটি উপজেলার আউশনারা ইউনিয়নের ইদিলপুর গ্রামের মোঃ হাসেন আলীর ছেলে ভ্যানচালক সাদিকুল ইসলামের(২৫)।
আরও পড়ুনঃ বাংলাদেশ পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছেঃ আইজিপি
নিহত সাদিকুলের পরিবার সুত্রে জানা যায়, নিহত সাদিকুল গত ২৫(জানুয়ারী) প্রতি দিনের ন্যায় সকালে অটোভ্যন নিয়ে বাড়ী থেকে বের হয়ে আর বাড়ীতে ফিরে যায়নি। আমরা তার ব্যাবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করলে সাদিকুলের মোবাইল ফোনটি বন্ধ দেখায়। অনেক খোজাখোজির পর তাকে না পাওয়ায় মধুপুর থানায় একটি জিডি করা হয় এবং খোজা খোজি অব্যাহত থাকে।
আরও পড়ুনঃ নলডাঙ্গায় কলা গাছের সাথে এ কেমন শত্রুতা
বিকেলে তার লাশের সন্ধান পেয়ে নিহত সাদিকুলের পরিবার থানায় যোগাযোগ করেন। তার লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মধুপুর থানায় নিহত সাদিকের পিতা হাসেন আলী বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply