বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
জামালপুর থেকে ইমরান মাহমুদঃ জামালপুরের মেলান্দহ উপজেলায় নিজ উদ্যোগে রাস্তার জলবদ্ধতা নিরসন করেন আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা।
মেলান্দহ-হাজরাবাড়ি বাজার সড়কের কুঠের বাজার তিন রাস্তার মোড়ে খানাখন্দের সৃষ্টি হয়। কয়েকদিনের টানা বৃষ্টিতে পানি আটকে জলাবদ্ধতা দেখা দেয়। জলবদ্ধতার ফলে সাধারণ পথচারি ও ওই সড়কে যাতায়াত করা যানবাহনের চরম দুর্ভোগ পোহাতে হয়। সেই জলাবদ্ধতা নিরসনের জন্য আদ্রা ইউনিয়নের মানবিক চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা উদ্যোগ নেন।
সোমবার (০৩ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় খোয়াযুক্ত মাটি দিয়ে গর্ত ভরাট করতে দেখা যায় চেয়ারম্যানের লোকজন।
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন টমাস বলেন, রাস্তার গর্তে পানি জমে জলবদ্ধতা দেখা দিয়েছিলো। চেয়ারম্যানের উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে খোয়াযুক্ত মাটি দেওয়ায় জলাবদ্ধতা দূর হয়েছে। স্থানীয় বাসিন্দা সহ এই সড়কে যাতায়াত করা লোকজন ও গাড়ী চালকরা দুর্ভোগ থেকে রক্ষা পেলো।
চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকা বলেন, আমি চেয়ারম্যান হয়েছি মানুষের সেবা করার জন্য। যতদিন আছি দেশ ও দশের সেবা করেই যেতে চাই।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply