শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন
বরগুনা (বেতাগী) থেকে অলি আহমেদঃ— বরিশাল জেলা শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার যৌথ আয়োজনে বিভাগীয় পর্যায় দুইটি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে নদী।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বয়স ও বিষয় ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা পর্যায় লোক ও সাধারন নৃত্যে প্রথম হয়ে বরিশাল বিভাগীয় পর্যায়ও একই বিষয় প্রথম স্থান অর্জন করে মিদুয়া সামিয়া নদী।
প্রতিযোগিতা শেষে পুরুস্কার ও সনদ প্রদান করেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, জেলা কালচারাল কর্মকর্তা মোঃ হাসানুর রশীদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি এ্যাড. শামীমা রশীদ লিমা ও সাধারন সম্পাদক মুরাদ জামান খান।
বরগুনা জেলার বেতাগী উপজেলার ৩৪ নং জলিসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী। তার বাবা মোঃ মোতালেব হোসেন ও মা মোসাঃ নাদিরা আক্তার কলি।
মিদুয়া সামিয়া নদী জাতীয় পর্যায় প্রতিযোগিতায় প্রথম হওয়ার প্রত্যাশায় সবার কাছে দোয়া কামনা করেছে।
বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, নদী বিভাগীয় পর্যায় প্রথম হওয়া জাতীয় প্রতিযোগিতা অংশনেয়ার মধ্যদিয়ে বেতাগী উপজেলার সুনাম এক ধাপ এগিয়ে নিবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply