বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্কঃ করোনা ভাইরাস দিন দিন বেড়েই চলছে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে, লকডাউন উঠে গিয়ে এখন দেশে শুরু হয়েছে আনলক-১। জরুরী পরিসেবাকে বাদ দিয়ে নাইট কার্ফু জারি করল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভারতের গণমাধ্যমে জানানো হয়েছে রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কোন যাতায়াতে অনুমতি দেওয়া হবে না।
নতুন এ গাইডলাইনে প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আনলক-১ এ কেবলমাত্র ছাড় দেওয়া হয়েছে জরুরী পরিসেবাকে। এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের কাছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা এই চিঠি পাঠিয়ে নাইট কার্ফুর কথা জানান। তবে বাস, জাতীয় ও রাজ্য সড়কের ওপরে চলা ট্রাকের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ হবে না বলেও জানানো হয়েছে।
রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে চিঠি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, বাস ও ট্রাকের চলাচল নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখানে পণ্য সরবরাহ, আমদানি-রফতানির কাজ এই সময়ের মধ্য চলতে পারে বলে জানানো হয়েছে চিঠিতে। এছাড়াও সেই সব মানুষদের ছাড় দেওয়া হয়েছে যারা বিমান, ট্রেন বা বাস থেকে নেমে নিজেদের গন্তব্যের দিকে যাচ্ছেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথি নিজেদের কাছে রাখতে হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply