বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাহারা পটুয়াখালী জেলার বাইরে বিশেষ করে ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী জেলায় প্রবেশ করা ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত করার লক্ষে পটুয়াখালী নদী বন্দরে অবস্থান করা (এমভি এ আর খান) লঞ্চকে ভাসমান কোয়ারেন্টিন ইউনিট হিসেবে উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০.৩০ মিনিটের সময় পটুয়াখালীর জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী পটুয়াখালী নদী বন্দরে (এমভি এ আর খান) লঞ্চে এ কোয়ারেন্টিন কার্যক্রমের উদ্বোধন করেন।
আরও পড়ুনঃ বেতাগীতে নাম গোপন রেখে নৌবাহিনীর কর্মকর্তার নিজ অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, সিভিল সার্জন জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মুনয়েম সাদ ও পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ আরো অনেকে। করোনা সংক্রমণ প্রতিরোধে এ ভাসমান কোয়ারেন্টাইন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত সকলে অভিমত ব্যক্ত করেন। ভাসমান এ ইউনিটে ৪০ টি ডাবল এবং ৩৮ টি সিংগেল কেবিন রয়েছে। এছাড়া ভাসমান কোয়ারেন্টাইন ইউনিটে কর্মরত ব্যক্তিদের সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুনঃ রাঙ্গুনিয়ার হাটবাজার স্থানান্তর ও যানবাহন বন্ধের নির্দেশঃ জনাব মাসুদুর রহমান
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী জানান, সরকারি নির্দেশনা অমান্য করে যেসব ব্যক্তিরা এ জেলায় প্রবেশ করবে, তাদের ও তাদের পরিবারকে নিরাপদ রাখতে তথা পটুয়াখালী জেলার মানুষকে নিরাপদ রাখতে এই লঞ্চে তাদের ১৪ দিন বাধ্যতামূলক অবস্থান করতে হবে। এ সময়ে বিআইডব্লিউটিএ, জেলা স্বাস্থ্য বিভাগ এবং পটুয়াখালী জেলা প্রশাসন তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply