শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে তার ভাষণ সংকলন নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসন কর্তৃক মুদ্রিত বই বজ্রকন্ঠের প্রকাশনা অনুষ্ঠান ও মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার দুপুরে জেলা শিশু একাডেমী মিলনায়তনে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পটুয়াখালী-২ আসনের সাংসদ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি, বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী-১ আসনের সাংসদ এ্যাডভোকেট মোঃ শাজাহান মিয়া, পটুয়াখালী-৩ আসনের সাংসদ এস.এম. শাহাজাদা, সংরক্ষিত সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক আব্দুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়াম্যান গেলাম সরোয়ার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বইটিতে জাতির জনকের ৭ মার্চের ভাষণ সহ মোট ১০টি ভাষণ স্থান পেয়েছে। তরুণ প্রজন্ম বইটি থেকে জাতির জনকের রাজনৈতিক নৈপুন্য সহ দেশের জন্য তার ভালবাসার কথা উপলব্ধি করতে পারবে। মোড়ক উন্মোচন শেষে বইটি তরুণ প্রজন্মের বাহক জেলা ছাত্রলীগ সভাপতি হাসান সিকদারের হাতে তুলে দেন অতিথিরা।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply