শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— “সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত।
আরও পড়ুনঃ পটুয়াখালীতে পুলিশ কর্তৃক ৪’শ ৪০ বোতল ফেনসিডিলসহ ৩জন আটক
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি’র পটুয়াখালী সফর উপলক্ষে জেলাপ্রশাসনের প্রেস ব্রিফিং সভা
রবিবার সকাল ৯ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে জেলা প্রশাসন আয়োজনে র্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে র্যালী শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার মার্জিন আরা মুক্তার উপস্থাপনায় দিবসের প্রতিপাদ্য ‘সবাই মিলে হাত মেলাই, নিরাপদ খাদ্য নিশ্চিত চাই’ বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্র কবি. এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম. দেলোয়ার হোসেন দিলিপ।
আরও পড়ুনঃ ঠাকুরগাঁওয়ের রহিমানপুর ইউনিয়নে আওয়ামী লীগের নেতৃত্বে পূণরায় সিরাজুল-নুরুল
আরো বক্তব্য রাখেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুছ ছালাম, ঔষধ ব্যাবসায়ীদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা এম.এ জব্বার খান, নারী নেত্রী মাহফুজা ইসলাম, ফল ব্যবসায়ী মহিউদ্দিন, হোটেল ব্যবসায়ীদের পক্ষে মোঃ শাহ আলম, সিটিজেন জার্নালিজম সদস্য মোঃ জহিরুল ইসলাম, কৃষক মোঃ মালেক গাজী। সভায় প্রধান অতিথি সহ উপস্থিত সবাই হাতে হাত রেখে নিরাপদ খাদ্য উদপাদন, সরবরাহ এবং ক্রয়-বিক্রয়ের জন্য শপথ গ্রহন করেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply