রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৪৪ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— ভোক্ত অধিকার আইন ২০১৯ ব্যাপকভাবে প্রচার ও সচেতনতার লক্ষে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর পটুয়াখালীর আয়োজনে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক দরবার হলে অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজী আলমগীর, ভোক্ত অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যনার্জী, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ, চেম্বর অব কমার্সের সহ-সভাপতি ফরাদ জামান বাদল, পৌর মেয়র প্রতিনিধি কাউন্সিলর মোঃ দেলোয়ার আকন । এসময় সেমিনারে চেম্বার অব কমার্স, বেকারী সমিতি, হোটেল মালিক সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তরা ভোক্তার অধিকার নিয়ে ব্যপক আলোচনা করেন এবং খাদ্যে ভেজাল কমাতে ব্যবসায়ীদের কাছে অনুরোধ করেন বক্তারা। এসময় ব্যবসায়ীরা সেমিনারে তাদের সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply