সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— “রক্তের জাত নাই, দৃষ্টিতে মৃত্যু নাই” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জাতীয় সেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে।
আরও পড়ুনঃ গলাচিপায় পঙ্গুত্বকে হার মানালেন ফাল্গুনী
শনিবার ০২ নভেম্বর সকালে জেলা প্রশাসনের আয়োজনে রেড ক্রিসেন্ট ও সন্ধানীর সহযোগিতায় সকাল ৯টায় সার্কিট হাউস থেকে জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ হেমায়েত উদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন মোঃ জাহাঙ্গীর আলম, পটুয়াখালী ইয়ুথ ফোরাম এর সভাপতি মোঃ জহিরুল ইসলাম, শুকতারার পরিচালক মাহফুজ ইসলাম, জেলা স্যানিটেশন ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন প্রমুখ।
আরও পড়ুনঃ পটুয়াখালীতে ৪০ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র গ্রেপ্তার
এরপরে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আব্দুর রহিম। এসময় পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সাইদুজ্জামান উপস্থিত ছিলেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply