বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৩৬ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালী জেলা পর্যায়ের জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত ৪৯তম শীতকালীন খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
গতকাল ৬জানুয়ারী সোমবার সকাল ১০টায় এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে ২ দিনব্যাপি ৪৯তম শীতকালীন খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতা বেলুন ফেস্টুন, জাতীয় পতাকা উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃমতিউল ইসলাম চৌধুরী ।
জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিএম সরফরাজ, সহকারী পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সহকারী জেলা শিক্ষা অফিসা রমু, মজিবুর রহমান। ৪৯তম শীতকালীন খেলাধূলা ও ক্রীড়া প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়াবিদরা ভলিবল (ছাত্র-ছাত্রী), ক্রিকেট (ছাত্র-ছাত্রী), হকি (ছাত্র-ছাত্রী), ব্যাপমিন্টন (ছাত্র-ছাত্রী), টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী), বাস্কেটবল (ছাত্র-ছাত্রী) এবং এ্যাথলেটিক্স (ছাত্র-ছাত্রী) অংশ গ্রহন করে। মঙ্গলবার বিকেলে মরহুম আবুল কাশেম স্টেডিয়াম মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply