শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীতে ভারতীয় ৪৪০ বোতল নিষিদ্ধ ঘোষিত ভারতীয় ফেনসিডিলসহ ৩জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, ২ ফেব্রুয়ারী সকাল ১০টায় গোপন খবরের ভিত্তিতে সদর থানার ওসি মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৮/১০জনের পুলিশ সদস্যের একটি দল সদর উপজেলার হাজী খালী বাজারে চাপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী ভোলার হাট থেকে আসা একটি টমেটো ও বড়ইভর্তি ট্রাক তল্লাশি করে ট্রাকের ভিতর থেকে ৫টি প্লাস্টিকের ক্যারেট ভর্তি ৪৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ সময় ট্রাকে থাকা রুহুল আমিন (২১), মোঃ রুবেল (৩৭) ও মোঃ হামিদুর রহমান (১৯)কে আটক করে পুলিশ।
আরও পড়ুনঃ রাষ্ট্রপতি’র পটুয়াখালী সফর উপলক্ষে জেলাপ্রশাসনের প্রেস ব্রিফিং সভা
আটকদেরকে জিজ্ঞাবাদে তারা জানায়, ভারতীয় ফেনসিডিল চাপাই নবাবগঞ্জ সীমান্তবর্তী ভোলারহাট থেকে পটুয়াখালীতে নিয়ে আসে। এ চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে মাদক ফেনসিডিলনিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় আইনানুগব্যবস্থা গ্রহনের কার্যক্রম চলছে। উক্ত চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান।
আরও পড়ুনঃ সাটুরিয়ায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের পাশে দাঁড়ালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম
আটক দুপুর দেড়টায় থানার সামনে প্রেস ব্রিফিং কালে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, প্রধান মন্ত্রীমাদকের বিরুদ্ধে জিড়ো টলারেন্স। তাই মাদক বিরোধী অভিযান কঠোরভাবে করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃজসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ বেল্লাল হোসেন, সদর থানার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply