মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত। জেলা প্রশাসন উদ্যোগে ১৭ মার্চ সূচনালগ্নে রাত-১২.০১ মিনিটে সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ভিপি আঃ মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার ও পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদসহ সরকারী কর্মকর্তাগণ ডিসি মঞ্চ সংলগ্ন মুজিব শতবর্ষের ক্ষণগণনার মঞ্চে উঠে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে আকাশে আতশবাজি ছুড়েন।
আরও পড়ুনঃ কাজিপুরে মুজিব বর্ষে ঘর পেল দুইশ ছিয়াত্তরটি পরিবার
প্রত্যুষে ডিসি মঞ্চে তোপধ্বনি, সকাল ৭.৩০ মিনিটে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তাবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ সময় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. মোঃ শাহজাহান মিয়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ভিপি আঃ মান্নান, যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট গোলাম সরোয়ার ও পৌর সভার মেয়র মহিউদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সামাজিক, সাংস্কৃতিক ও বিশিস্ট জনেরা বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। পরে ডিসি মঞ্চে সকাল ৮টায় জেলা প্রশাসন আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ আমিনা মনসুর ডিগ্রি কলেজে বঙ্গবন্ধুর শততম জন্মদিন পালিত
এছাড়া আওয়ামীলীগ পৃথকভাবে ১৭ মার্চ সকাল ৭ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭.১৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ৭.৩০ মিনিটে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলী, দিনভর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সম্প্রচার, সন্ধ্যা ৭ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিনে দোয়া অনুষ্ঠান, রাত ৮ টায় পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আতশবাজির আয়োজনের মধ্যে দিয়ে মুজিব জন্ম শতবার্ষিকী পালন করে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply