বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৫ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীর কলাপাড়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের দায়ে স্বামী মোঃ ফেরদৌস হাওলাদারের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের দন্ডাদেশ দেওয়া হয়। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল করিম এর রায় ঘোষণা করেন।
মামলার বরাদ দিয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী কমল দত্ত জানান, ২০১৩ সালের ৪ আগস্ট পারিবারিক কলহের জের ধরে কলাপাড়া উপজেলার নওয়া পাড়ায় স্বামী ফেরদৌসের হাতে খুন হন সাত মাসের অন্তঃসত্ত্বা আয়েশা বেগম। এ ঘটনায় আয়েশার বাবা ইউনুচ হাওলাদার বাদী হয়ে তার স্বামী ফেরদৌস, শ্বশুর আব্দুল খালেক, শ্বাশুড়ি রোকেয়া বেগমসহ পাঁচজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা করেন।
তিনি আরও জানান, ওই বছরের ১০ অক্টোবর পুলিশের উপ পরিদর্শক (এসআই) শহিদুলইসলাম ফেরদৌসকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। পরে ফেরদৌস আদালতে হাজির হলে তাকে জেলে পাঠানো হয়। আদালত ওই মামলায় ১৮ জনের স্বাক্ষী গ্রহণ শেষে ফেরদৌসকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply