শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— পটুয়াখালীতে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা পর্যায়ের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন ত্রাণ সমন্বয়ের জন্য জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব ও পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ শামসুর রহমান।
আরও পড়ুনঃ ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৪
আজ সকালে জেলা প্রশাসক মতিউল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক দরবার হলে আয়োজিত মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ্যাড. শাহজাহান মিয়া, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পৌর মেয়র মোঃ মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর আলম শিপনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ রাজাপুরে প্রবাসীর অর্থায়নে দুই শতাধিক পরিবার পেল ইফতার সামগ্রী
এর আগে পটুয়াখালী এ্যাড. কাজী আবুল কাশেম স্টেডিয়ামে নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন প্রান্তিক মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয় । আজ সোমবার পটুয়াখালী জেলার এ্যাড. কাজী আবুল কাশেম স্টেডিয়ামে বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫৫ জন কর্মহীন প্রান্তিক মানুষের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।
এসময় ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর চেয়ারম্যান ও জেলার দায়িত্ব প্রাপ্ত ত্রাণ সমন্বয়ের সরকারের সচিব জনাব মোঃ সামছুর রহমান। তিনি বলেন, উপস্থিত সকলকে সামাজিক দুরুত্ব মেনে চলার জন্য এবং সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন।
আরও পড়ুনঃ রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রীর পক্ষ থেকে তিন হাজার পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ
ত্রাণ প্রদান কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জনাব মহিউদ্দিন আহম্মেদ, মেয়র পটুয়াখালী পৌরসভা; জনাব আবদুল মান্নান, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ,পটুয়াখালী; জনাব অ্যাডভােকেট গােলাম সরােয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পটুয়াখালী সদর সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply