বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
পটুয়াখালী থেকে এম কে রানাঃ— ১৭ই মার্চ ২০২০ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২০ উদযাপন উপলক্ষে পটুয়াখালী পৌরসভার উদ্যোগে দোয়া মিলাদ ও ৬ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি হুইল চেয়ার বিতরন অনুষ্ঠিত।
আরও পড়ুনঃ পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন আয়োজনে মুজিববর্ষ পালিত
১৭ই মার্চ মঙ্গলবার বিকাল ৪টায় পৌরসভা মিলনায়তনে পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে দোয়া মিলাদ ও ৬ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি হুইল চেয়ার বিতরন অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন মুসলিমপাড়া জামে মসজিদের খতিব জেলা ইমাম পরিষদের সাধারন সম্পাদক মাওলানা হাফেজ মোঃ আঃ কাদির। দোয়া মোনাজাত শেষে হতদরিদ্র অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার দেন মেয়র মহিউদ্দিন আহমেদ।
হুইল চেয়ার প্রাপ্তরা হলেন, পশ্চিম কালিকাপুরের আবদুল গাজী, নবাবপাড়ার কৃষ্ণ কান্ত দাস, চকবাজারের মালা সাহা, পশ্চিম কালিকাপুরের আঃ রশিদ সিকদার, ২নং বাঁধঘাটের রিফাত হোসেন।
আরও পড়ুনঃ কাজিপুরে মুজিব বর্ষে ঘর পেল দুইশ ছিয়াত্তরটি পরিবার
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি তসলিম সিকদার, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সাবেক কাউন্সিলর খন্দকার ফরহাদ জামান বাদল, বিশিস্ট ব্যবসায়ী যুবলীগ নেতা হাফিজুর রহমান, যুবলীগ নেতা রেজাউ করিম শোয়েব, কাউন্সিলর দেলোয়ার হোসেন, কাউন্সি এস,এম ফারুক মৃধা, এস এম মতিন মাহমুদ, জাহিদ সিকদার, সাবেক কাউন্সিলর মোঃ খায়েরসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর, কর্মকর্তা ও স্থানীয় সুধীজন।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply