বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
নরসিংদী (শিবপুর) থেকে আনোয়ার হোসেন স্বপনঃ— সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। গত ১৭ই মার্চ মঙ্গলবার বাদ আছর উপজেলার পুরাতন কোট ভবনের পিছনে জাতির পিতা ও তার পরিবারর্গের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে। এতে দোয়া করেন উপজেলা মডেল রিসোর্স সেন্টারে মডেল কেয়ার টেকার মোঃ বজলুর রহমান খান।
জন্মদিন অনুষ্ঠানে সংগঠনের নেতারা পথ শিশু-কিশোর ও তাদের পরিবারের সকল সদস্যদেরকে ১শত মোমবাতি, ১শত মাথার কেপ, ১শত বেলুন, ১শত চকলেট বিতরণ করেন। পরে ২০ পাউন্ড কেক কাটেন। সে সময় শিশুরা দুই হাতে কড়তালির বাজিয়ে বলতে থাকেন শুভ শুভ শুভ দিন বঙ্গবন্ধু জন্মদিন।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে ভিক্ষুক পুর্ণবাসন ও গৃহহীনদের গৃহ প্রদান
উপজেলা বঙ্গবন্ধু পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব আবদুল বাতেন মাস্টারের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে সংক্ষিত বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারি কমান্ডার বেলায়েত হোসেন ভূঁইয়া বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে আমরা মুক্তিযোদ্ধে অংশগ্রহন করি এবং ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক বিপ্লব চক্রবর্তী, উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য সচিব অপু সারোয়ার খান, উপজেলা হিন্দু মহাজোটের সাধারন সম্পাদক রাজন রায়, উপজেলা ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুনতাজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য কামরুল ইসলাম কনকসহ পথশিশু-কিশোরদের পরিবারের শতাদিক সদস্যদের অংশগ্রহনে পালিত হয়েছে।
আমরা জনতার সাথে......“আজকের দিগন্ত ডট কম”
© সর্বস্বত্ব সংরক্ষিত “আজকের দিগন্ত ডট কম”। অনলাইন নিউজ পোর্টালটি বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
Leave a Reply